ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সুদানে যুদ্ধবিরতির আহ্বান সৌদি-যুক্তরাষ্ট্রের

২০২৩ মে ২৯ ০৬:০৪:৫৯
সুদানে যুদ্ধবিরতির আহ্বান সৌদি-যুক্তরাষ্ট্রের

আল জাজিরা জানিয়েছে যে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুদ্ধরত পক্ষগুলিকে আলোচনা চালিয়ে যেতে বলেছে, যা আজ সোমবার (২৯ মে) শেষ হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় সুদানের জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত।

গত ১৫এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক RSF-এর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় কয়েক দফা যুদ্ধবিরতি শুরু হলেও কোনো পক্ষই তা মেনে নেয়নি। সুদানের যুদ্ধরত পক্ষগুলো সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সুদানে ৬ সপ্তাহের বেশি সমইয় ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে কয়েকশ মানুষ নিহত হয়েছে,, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। সংঘাত থেকে পালিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে লাখ লাখ সুদানি।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর