ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার চাই না: জিএম কাদের

২০২৩ মে ২৯ ০৬:০০:৫৯
তত্ত্বাবধায়ক সরকার চাই না: জিএম কাদের

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তবে জাতীয় পার্টি এখন আগের চেয়ে শক্তিশালী। রোববার বিকেলে নগরীর কেন্দ্রীয় সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে রংপুর মন্ডল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের উপনেতা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব করার উপায়- এই দুটি উপায় থেকে সরকার ও তত্ত্বাবধায়ক সরকারকে পথ বের করতে হবে। তিনি বলেন, সরকার বাইরে থেকে গণতন্ত্র ও ভেতর থেকে বাকশাল ব্যবস্থা নিয়ে দেশ চালাচ্ছে। এরশাদ জনগণের পক্ষে কথা বলেছেন, জনগণ যা চেয়েছে তাই করেছেন।

এরকম লোক বাংলাদেশের রাজনীতিতে কমই আছে। এরশাদ কখনো জনগণের কথার বাইরে যাননি। ওনাকে বলা হয় উনি নাকি অনির্বাচিত। এরশাদ কোনো দিন, কোনো নির্বাচনে পরাজিত হননি। সরকারে থাকুক, সরকারের বাইরে থাকুক ও জেলে থাকুক, রংপুর থেকে করুক আর ঢাকা থেকে করুক, উনি কোনো দিন নির্বাচনে পরাজিত হননি। তাকে কিনা বলা হয় অনির্বাচিত। যারা বলছেন তারা কয়বার নির্বাচিত হয়েছেন, আর এরশাদ কয়বার ফেল করেছেন।

তার হিসাব করে তারপর বলেন অনির্বাচিত। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে দলকে এগিয়ে নিতে হবে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের কল্যাণে আরও বেশি করে কাজ করতে হবে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর