ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শীর্ষ দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক

২০২২ নভেম্বর ১৯ ০৮:৩৭:৩১
শীর্ষ দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক

সাপ্তাহিক শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে সী পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬ লাখ ২৭ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৮৪ লাখ ৪৫১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮১ শতাংশ। সপ্তাহজুড়ের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৪ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮৪ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৬.০২ শতাংশ।

অন্যদিকে, আমরা নেটওয়ার্ক শীর্ষ লেনদেনের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৭.১৬ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীরা কোম্পানি দুটির শেয়ার কেনার মেজাজে ছিলেন। যার কারণে কোম্পানি দুটির লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারদরেও ঊর্ধ্বগতি ছিল। তাঁরা বলছেন, গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও যদি বড় বিনিয়োগকারীরা কোম্পানি দুটির শেয়ারে বাই মুডে থাকেন, তাহলে কোম্পানি দুটির শেয়ারের দাম হয়তো এ সপ্তাহেও বাড়তে পারে। আর যদি বিক্রি মুডে মুনাফা তোলার প্রবণতায় থাকেন, তাহলে কোম্পানি দুটির শেয়ারের দাম সংশোধন হতে পারে।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অস্থিরতার বাজারে শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আগের সপ্তাহে বাড়লেও পরের সপ্তাহেই দেখা গেছে শেয়ারের দাম কমছে। এছাড়া, শেয়ার কেনার ক্ষেত্রে মৌল উপাদান, যেমন কোম্পানির ডিভিডেন্ড, মুনাফা, ক্যাশ ফ্লো, সম্পদ মূল্য এবং সর্বোপরি পিই রেশিও বিবেচনায় নিতে হবে। উপরন্তু, শেয়ার কেনার ক্ষেত্রে বড় কথা হলো দীর্ঘ মেয়াদের হিসাবে বিনিয়োগ করতে হবে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর