ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফের তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোয়ান

২০২৩ মে ২৯ ০৫:৫০:৩৬
ফের তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোয়ান

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি আল জাজিরার বিজয়ের খবর দিয়েছে। একটি বেসরকারি সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, এরদোগান ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তাই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা না করা হলেও তিনিই নির্বাচিত রাষ্ট্রপতি।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এরদোগান নিজেই তার সমর্থকদের কাছে তার বিজয় ঘোষণা করেছেন। দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এরদোগান বলেন, জাতির সবাইকে ধন্যবাদ। তিনি আবার আমাদের আগামী পাঁচ বছরের জন্য তুরস্ক শাসনের দায়িত্ব দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘জনগণের কৃপায় আমরা দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করেছি।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হয়। প্রথম দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায়.নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হচ্ছে। ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন করার কথা জানান তিনি।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর