ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক

২০২৩ মে ২৯ ০৫:৩২:২৯
৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক

ব্যাংকটির টায়ার-২ মূলধনের অংশ হিসেবে সাত বছর মেয়াদি এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

চলতি ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ওয়ান ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১০ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ আগস্ট।

আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। য আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর, ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সায়। যা আগের অর্থবছর শেষে ছিল ১৮ টাকা ৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

মার্কেট আওয়ার/তারিক

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর