ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করলেন ইমরান খান

২০২৩ মে ২৮ ০৯:৩২:৫৩
পাকিস্তানের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করলেন ইমরান খান

ইমরান খান বলেছিলেন যে হাইপারইনফ্লেশনের কাছাকাছি আসার সাথে সাথে দেশ আসন্ন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তা নিয়ে চিন্তিত নয় ক্ষমতাসীনরা। কারণ, তারা বিদেশে সম্পদ লুকিয়ে রেখেছে।

তিনি বলেন, খোলা বাজারে ডলারের দাম ৩০৮ টাকায় পৌঁছেছে। এলার্ম বেল এখন বাজানো উচিত যে পাকিস্তান হাইপারইনফ্লেশনের দিকে যাচ্ছে, যেখানে সমস্ত ব্যবসা এবং শিল্প বন্ধ হয়ে যাবে।

ইমরান খান এক ভিডিও বার্তায় আরও বলেন, সব দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো তার দুর্বলতা নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক ভূমিকার মধ্যে থেকে কাজ করলেই দেশের সমস্যার সমাধান সম্ভব হবে। “যখনই আমি সংলাপের ডাক দিই, শাসকশ্রেণী আমাকে দুর্বল মনে করে। এরপর তারা পিটিআই নেতাদের ওপর আরো নৃশংস আচরণ করে।

৯ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গ্রেফতারের পর সহিংস বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা পাকিস্তান। ক্ষিপ্ত সমর্থক ও কর্মীরা রাষ্ট্রীয়-সামরিক স্থাপনাসহ সারা দেশে ভাঙচুর চালায়। প্রায় তিন দিনের বিক্ষোভে কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছে। আহত হয় আরও কয়েক ডজন।

পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে নজিরবিহীন এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করতে পিটিআই কর্মীদের ওপর শুরু ধরপাকড়-তল্লাশি। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারে অঙ্গীকারবদ্ধ হয় দেশের শীর্ষ বেসামরিক-সামরিক নেতৃত্ব। আর্মি অ্যাক্টসহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়। ধরে নিয়ে যায় পিটিআইয়ের প্রভাবশালী নেতাদের।

সেনা-সরকারের এ ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দলে। এক পর্যায়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগীসহ বেশ কয়েকজন পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন। একইসঙ্গে সামরিক স্থাপনার হামলার জন্য ইমরান খানকেই দায়ী করেন। পদচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পিটিআই নেতাদের দেখা দিয়েছে প্রদেশভিত্তিক ভাঙন।

পাকিস্তানে এমন এক সময়ে এই রাজনৈতিক অস্থিরতা চলছে যখন দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক অবস্থা পার করছে। দেশটির মূল্যস্ফীতি এখন রেকর্ড উচ্চতায়, প্রবৃদ্ধি রক্তশূন্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থ ছাড় না করলে দেশটি শিগগিরই ঋণখেলাপিতে পরিণত হতে পারে এমন শঙ্কাও রয়েছে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর