ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হলিউড সাংবাদিকের বিয়ের প্রস্তাব পেলেন সালমান

২০২৩ মে ২৮ ০৯:২৫:০৭
হলিউড সাংবাদিকের বিয়ের প্রস্তাব পেলেন সালমান

হলিউডের সেই সাংবাদিক ও উপস্থাপকের নাম আলেনা খলিফা। অনুষ্ঠানে সালমানের সাথে দেখা করার বিষয়ে তিনি বলেছিলেন যে তিনি হলিউড থেকে দূরে দুবাই এসেছেন শুধুমাত্র সালমানের জন্য। বিয়ের প্রস্তাবও দেন।

সাংবাদিক আলেনার ভাষায়: 'আমি হলিউড থেকে এসেছি এই প্রশ্নটি করতে... তোমাকে দেখেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি।'

এক বিদেশি সাংবাদিকের এমন কথা শুনে সালমান ঠাট্টা করে বলেন, আপনি শাহরুখ খানের কথা বলছেন, তাই না?

এর উত্তরে অ্যালেনা জানান, ‘আমি সালমান খানের কথা বলছি। বলুন সালমান খান, আপনি আমাকে বিয়ে করবেন?’

হঠাৎ এমন বিয়ের প্রস্তাবে সালমানের সোজা উত্তর, ‘আমার বিয়ের দিন শেষ। আরও ২০ বছর আগে আমার সঙ্গে আপনার দেখা করা উচিত ছিল।’

আইফা অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বিয়ের প্রস্তাব পাওয়া সালমানের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। স্পষ্ট এমন উত্তর শুনে নেটিজেনদের মন্তব্য: কখনোই বিয়ে করবেন না বলিউডের এই ভাইজান।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর