ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সকলকে ভোট দেয়ার আহ্বান এরদোয়ানের

২০২৩ মে ২৮ ০৯:১৩:১২
সকলকে ভোট দেয়ার আহ্বান এরদোয়ানের

গত ১৪ মে তুরস্কে রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু কোনো প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পায় নি, নির্বাচনটি রানঅফ হয়। আগামী পাঁচ বছরের জন্য কে তুরস্ক শাসন করবে তা নির্ধারণ করতে আজ রোববার (২৮ মে) দেশটিতে দ্বিতীয় দফা ভোট হবে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোট দিতে দেশটির ৬ কোটির বেশি মানুষ নিবন্ধন করেছে। প্রথমবার ভোট দিচ্ছেন ৪ কোটি ৯০ লাখ মানুষ। ভোটারদের জন্য দেশজুড়ে ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের মতে, ইতোমধ্যে তুরস্কের প্রবাসী এবং শুল্ক গেটে ১৮ লাখ ৯৫ হাজার নাগরিক আগাম ভোট দিয়েছেন। প্রথম ধাপের ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। প্রতিপক্ষ কামাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪.৯৫ শতাশ। তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তবে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। এরদোয়ান টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় রয়েছেন। আরও পাঁচ বছর তিনি রাষ্ট্রক্ষমতায় থাকছেন কি না, সেটা নির্ধারিত হবে রোববারের ভোটের মধ্যদিয়ে। এরদোয়ানের অভিযোগ, কেমাল ঘৃণা ছড়াচ্ছেন। বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। কামাল জয়ী হলে সন্ত্রাসবাদের জয় হবে। প্রথম দফার ভোটের ফলে এরদোয়ানের চেয়ে প্রায় ২৫ লাখ ভোটে পিছিয়ে ছিলেন কামাল। বিশ্লেষকদের অনেকের মতে, দ্বিতীয় দফার ভোটে প্রভাবক হতে পারেন নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগানের সমর্থক ও প্রথম দফায় ভোটকেন্দ্রে না যাওয়া প্রায় ৮০ লাখ ভোটার। যে প্রার্থী এসব ভোটারের ভোট টানতে পারবেন, তিনিই শেষ হাসি হাসবেন।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর