ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জুনে পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে

২০২৩ মে ২৭ ০৮:৫৪:৩৬
জুনে পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে

বর্তমানে যে তিনটি ক্লাব মেসিকে দলে আনার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বার্সেলোনা তাদের একটি। আর্জেন্টাইন তারকাকে মাঠে নামতে নাউ ক্যাম্প ক্লাবকে হারাতে হবে সৌদি আরবের আল হিলাল এবং আমেরিকার ইন্টার মিয়ামিকে। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের মেসিকে আকৃষ্ট করতে সবচেয়ে বড় বাধা দলের আর্থিক সীমাবদ্ধতা। তবে এই জটিলতা উড়িয়ে দিলে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা খুবই উজ্জ্বল।

বার্সেলোনায় ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন মেসি। স্বাভাবিকভাবেই ক্লাবটির প্রতি অন্যরকম আবেগ কাজ করে যেকোনো ফুটবলারের। মেসির মধ্যে সেই আবেগটাই নাকি দেখেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। সম্প্রতি এক স্প্যানিশ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে কথা বলেছেন তিনি। কয়েক দিন আগে প্যারিসে লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা হয় লেভা ও মেসির। সেই সময়ের আলাপের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লেভা বলেন, ‘যখন আমি লিওর (মেসির) সঙ্গে বার্সেলোনা নিয়ে কথা বলি, তার চোখ জ্বলজ্বল করছিল। বোঝা যাচ্ছিল, এই ক্লাব ও এই শহর তার কাছে কী অর্থ বহন করে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। কারণ, এখানেই তার বেড়ে ওঠা। এই শহরে তার বাড়িও আছে, প্রায়ই সে এখানে ঘুরতে আসে। বার্সেলোনা তার বাড়ি।' এ সময় বার্সেলোনায় নিজের প্রথম বছরের অভিজ্ঞতাও তুলে ধরেন লেভা, ‘আমার কাছে সবকিছুই নতুন ছিল। আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। জাভি আমাকে ক্লাব ও খেলোয়াড়দের সম্পর্কে অনেক কিছু বলেছে। এটা আমার কাজকে সহজ করে দিয়েছে। বিশেষ করে শুরুর সময়টায়। ছাদখোলা বাসে লা লিগা শিরোপা উদ্‌যাপনের সময় আমি বুঝেছি, সমর্থকদের কাছে এই ক্লাব কী অর্থ বহন করে। আমার কাছে এটা খুবই বিশেষ কিছু। অবিশ্বাস্য অনুভূতি।’

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর