ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুশফিকের জীবনে জড়িয়ে আছে একটি ক্যাপ

২০২৩ মে ২৬ ১৯:৪৪:৪০
মুশফিকের জীবনে জড়িয়ে আছে একটি ক্যাপ

সময়টা ছিল ২৬ মে ২০০৫। বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ১৮ বছর বয়সী এক বাংলাদেশির। তার নাম মুশফিকুর রহিম। অভিষেক স্মরণীয় কিছু করতে পারেননি। দুই ইনিংসে মাত্র ২২ রান করেন তিনি। সেই দিনটিকে স্বাভাবিকভাবেই ভুলে যেতে হবে।

তবে প্রতি বছরই এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন মুশফিক। তাকে টুপির কথা মনে করিয়ে দেয়। এই দিনে টেস্ট ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্করণের ক্যাপ পেলেন মুশফিক। যা তিনি 18 বছর ধরে বজায় রেখেছিলেন। এ নিয়ে শুক্রবারও (২৬ মে) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মুশফিক। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...১৮ বছর এবং এখনো চলমান।’ ১৮ বছর আগে পাওয়া তার কালচে সবুজ রঙের ক্যাপটি আজ মলিন হয়ে ধূসর রঙ ধারণ করেছে। ঠিক ঠাক বোঝা যায় না দেশের লোগোটিও। তারপরও ক্যাপটি আগলে রেখেছেন মুশফিক। এখনও মাঠে নামলে সে ক্যাপটিই থাকে তার মাথায়। অথচ অন্য দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে (অবসর নিয়েছেন) তার ক্যাপটি পরিবর্তন হয়েছে প্রতিনিয়ত। কিন্তু টেস্ট ক্যাপে বিশেষ কী আছে? যার কারণে মুশফিক এটিকে একবারের জন্যও বদলানটি। উত্তরটা অবশ্য এ টাইগার উইকেটরক্ষক ব্যাটার দিয়েছেন ৫ বছর আগেই।

গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘টেস্টের মর্যাদাই অন্যরকম। যতগুলো টেস্ট খেলি, এ আফসোস যেন না থাকে সেটার জন্য এটা পরি। টুপিটা পরলে আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে। যত পুরনো হবে, যত ঘামের দাগ থাকবে, ততই মনে হবে, কিছু একটা হয়তো করেছিলাম।’ অভিষেকের পর থেকে গত ১৮ বছরে দলের হয়ে মুশফিক খেলেছেন ৮৫ টেস্ট। ১৫৭ ইনিংসে ৩৮.৪৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৪৯৮ রান। ১০ সেঞ্চুরির সঙ্গে আছে ২৬টি হাফসেঞ্চুরির ইনিংস। বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ড আছে কেবল তারই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও তিনি সবার উপরে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন বহু ঐতিহাসিক জয়।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর