ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সপ্তাহজুড়ে ১০ কোম্পানির দাপট

২০২৩ মে ২৬ ১২:০৯:৩০
সপ্তাহজুড়ে ১০ কোম্পানির দাপট

ডিএসই সূত্রে জানা গেছে, শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ইন্ট্রাকো সিএনজি, ইস্টার্ন হাউজিং, রূপালী লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সী ফুড, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং সী-পার্ল হোটেল।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩০ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২১ হাজার ১৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮২ শতাংশ।

লেনদেনের চতুর্থ স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৩ লাখ ৩৮ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৮ শতাংশ।

লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৫২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৮ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ লাখ ৩১ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৩ শতাংশ।

জেমিনি সী ফুড লেনদেনের সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩ লাখ ৯৬ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩১ শতাংশ।

লেনদেন তালিকার অষ্টম স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ১৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৮ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে নবম দখল করেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৯ শতাংশ।

সী-পার্ল হোটেল তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৪৯ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮০ শতাংশ।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর