ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জেগে উঠেছে জীবন বিমার শেয়ার

২০২৩ মে ২৪ ১৯:৩৯:৩৭
জেগে উঠেছে জীবন বিমার শেয়ার

গেল সপ্তাহের শুরু থেকে জীবন বিমার শেয়ার জেগে উঠেছে। ওই সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই জীবন বিমার শেয়ারগুলো দর বৃদ্ধি ও লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নেয়। এরমধ্যে শীর্ষে অবস্থান করছে রূপালী লাইফ ইন্সুরেন্স।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলন রূপালী লাইফের নেতৃত্বেই জীবন বিমার শেয়ার জেগে উঠেছে। যেখানে সিংহভাগ জীবন বিমার শেয়ার ফ্লোর প্রাইসে বন্দী ছিল, সেখানে রূপালী লাইফের ঝলকে এখন জীবন বিমার সিংহভাগ শেয়ারেই চাঙ্গাভাব বিরাজ করছে।

জীবন বিমার বিনিয়োগকারীরা দাবি করছেন, সরকার পোশাক শিল্পে জীবন বিমা করার বিষয়টি বাধ্যতামূলক করার চিন্তা-ভাবনা করছে। যে কারণে জীবন বিমা খাতে নুতন দ্বার উম্মোচনের ভিত তৈরি হবে।

পোশাক খাতে জীবন বিমা বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে বেলাল আহমেদ নামের এক বিনিয়োগকারী বলেন, “এখাতে ভবিষ্যতে আশার আলো দেখা দিয়েছে। তিনি বলেন, জীবন বিমার শেয়ার দীর্ঘদিন যাবত তলানিতে অবস্থান করছিল। এখন এখাতের শেয়ার জেগে উঠেছে। আশা করি জীবন বিমার শেয়ার আরও অনেক দূর যাবে।”

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর