ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ: গভর্নর

২০২৩ মে ২৪ ১৬:১১:২১
ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ: গভর্নর

আজ বুধবার (২৪ মে) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্যাংকিং খাতের প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এই সম্মেলনের আয়োজন করে।

আবদুর রউফ বলেন, পরিকল্পনার মাধ্যমে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। ব্যাংকিং ব্যবস্থায় নৈতিক অনুশীলন প্রয়োগ করতে হবে। আমরা সফলভাবে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করেছি। স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের লক্ষ্য হল 2027 সালের মধ্যে 75 শতাংশ লেনদেন নগদবিহীন করা।

সামিটের বিষয়ে এবিবির চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন বলেন, এবিবির ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা প্রধান গতিধারাগুলো সম্পর্কে মূল্যবান পর্যবেক্ষণ প্রদান করবে। এটি দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্যে পথ চলার জন্য ব্যাংকগুলি যে কৌশলগুলি গ্রহণ করতে পারে তা বিশ্লেষণ করবে এবং আর্থিক সেবা খাতকে প্রভাবিত করে এমন বিদ্যমান নীতি এবং নিয়ন্ত্রক কাঠামোগুলি নিয়ে গবেষণা করবে। এই সম্মেলন এ খাতের স্টেকহোল্ডার, ইকোসিস্টেম এনাবেলার্স ও নীতি নির্ধারকদের এগিয়ে যাওয়ার পথে সহায়তা করবে।

দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্যে পথ চলতে ব্যাংকগুলো যে কৌশলগুলি গ্রহণ করতে পারে তা বিশ্লেষণ করে মূল্যবান পর্যবেক্ষণ প্রদান করা সম্মেলনের লক্ষ্য। এ ছাড়া আর্থিক সেবা খাতকে প্রভাবিত করে এমন বিদ্যমান নীতি এবং নিযুন্ত্রক কাঠামো নিয়ে গবেষণা করা। এ শিল্পের স্টকহোল্ডার, ইকোসিস্টেম এনাবেলার্স ও নীতি নির্ধারকদের এগিয়ে যাওয়ার পথে সুপারিশ দিয়ে এই সম্মেলন সহযোগিতা এবং একীভূত লক্ষ্য অর্জনে ঐক্যবন্ধ প্রচেষ্ঠাকে বৃদ্ধি করেছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর