ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগের মেয়েদের কাছে শুনি ‘অমুক ভাইকে মেনটেইন করি’: কাদের

২০২২ নভেম্বর ১৮ ২১:৪৬:৩৯
ছাত্রলীগের মেয়েদের কাছে শুনি ‘অমুক ভাইকে মেনটেইন করি’: কাদের

ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা মেনটেইন করবা আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর কাকে মেনটেইন করবা? আমাদের নেতা বঙ্গবন্ধু। তার আদর্শ। শেখ হাসিনার কর্মী আমরা। এর বাইরে কীসের মেনটেইন? এটা কি ঘরবাড়ি মেনটেইনেন্স হচ্ছে নাকি?’

আজ শুক্রবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের নেতা-কর্মীদের ধানমন্ডির কার্যালয়ে ভিড় করার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগ ছাত্র সংগঠন। এদের সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, এসে এখানে লাইন ধরে। আমি এলে রুমে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হয়। এটা একটা লড়াই। এটা এই বয়সে সম্ভব নয়। তার পরও কষ্ট করে আসি।’

ওবায়দুল কাদের বলেন, তাকে দেখলে দর্শনার্থীরা কেন্দ্রীয় নেতাদের রুম থেকে বের হয়ে যান। তিনি বলেন, ‘এটা তো ঠিক না। আমাকে দেখলে পালিয়ে যেতে হবে, দৌড়ে ছুটে যেতে হবে। এমন অবস্থা তো আর চির দিন থাকবে না। এক সময় আসবে আমি এই পদে না থাকলে সালাম দিতেও কষ্ট হবে। কে আবার দেখছে, মুখটা আরেক দিকে ফিরিয়ে নেবে। সেটা তো দেখছি। জলিল ভাইয়ের (প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিল) সুদিনও দেখেছি, দুর্দিনও দেখেছি।’

আওয়ামী লীগের সম্মেলনে ৮ হাজার কাউন্সিলর এবং ১৬ হাজার ডেলিগেট থাকবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা এর চেয়ে বেশি হওয়া যাবে না। তবে জেলাওয়ারি আমন্ত্রিত অতিথির দাওয়াতপত্র দেয়া হবে।’

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর