ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শপথ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন জামায়াত আমির

২০২২ নভেম্বর ১৮ ২১:২৫:৩৫
শপথ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন জামায়াত আমির

জামায়াতের নতুন আমির মুক্তিযুদ্ধের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিপীড়িত জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সেনাপ্রধান জেনারেল আতাউল গনি উসমানীকেও স্মরণ করেন।

আজ শুক্রবার রাজধানীর একটি মিলনায়াতনে পুনঃনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।

জামায়াত আমির বলেন, দেশ আজ এক কঠিন পরিস্থিতির মুখে। আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার ও জীবনের কোনো নিরাপত্তা নেই। ভোটাধিকার বলতে কিছু নেই। দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই সরকারের আমলে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে তা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ সময় দল নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও করেন তিনি।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর