ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

২০২৩ মে ২৩ ১৭:৩৯:৪৭
গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত বিএসইসির ৮৬৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র ৫০ কোটি টাকা। এই ফান্ডের দুই উদ্যোক্তা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন ক্যাপিটাল মার্কেটস লিমিটেড তাতে ৫ কোটি টাকার যোগান দেবে। বাকী ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে- গ্রীন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

মার্কেট আওয়ার/সাইফুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর