ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাজধানীতে সায়েন্স ল্যাবে পুলিশ ও বিএনপির সংঘর্ষ

২০২৩ মে ২৩ ১৭:৩৫:৪০
রাজধানীতে সায়েন্স ল্যাবে পুলিশ ও বিএনপির সংঘর্ষ

সংঘর্ষে বিআরটিসির বাসসহ অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, বিএনপির বিক্ষোভকারীরা সহিংস হওয়ায় পুলিশকে পাল্টা গুলি করতে হয়েছে।

তিনি বলেন, 'পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে ও লাঠিচার্জ করেছে।'

পুলিশের রমনা জোনের ডিসি আশরাফ হোসেন বলেন, 'বিনা উসকানিতে বিএনপির নেতারা পুলিশের ওপর হামলা করেন, রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। হামলায় বেশ কয়েকজন পুলিশ হামলায় হয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।'

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলমকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাখা তাদের নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল বের করে।

বেলা বাড়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি এলাকা ও এর আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন।

সমাবেশ ও মিছিল দুপুরের পর শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মিছিল কর্মসূচিকে সামনে রেখে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মার্কেটে আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর