ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইফাদ অটোসের জমি কেনার আসল রহস্য!

২০২৩ মে ২৩ ১৬:০০:২৮
ইফাদ অটোসের জমি কেনার আসল রহস্য!

কোম্পানি বলছে, জমিটি কোম্পানির উৎপাদন কাজে এখন ব্যবহার হচ্ছে না। ফলে আলোচ্য জমি থেকে কোম্পানির কোনো রাজস্বও আসছে না। সে কারণে কোম্পানিটি জমিটি বিক্রি করে রাজস্ব বৃদ্ধির চেষ্টা করছে।

ইফাদ অটোসের বাণিজ্যিক যানবাহন তৈরির কারখানা ঢাকার ধামরাইয়ে এবং ভোগ্যপণ্যের কারখানা আশুলিয়ায় অবস্থিত।

ইফাদ অটোস অশোক লেল্যান্ডের যানবাহন প্রস্তুত ও বাজারজাত করছে। কোম্পানিটি বরাবরই মুনাফায় ছিল। যদিও শেয়ারবাজারে তালিকাভুক্তির সময়ে যে পরিমাণ মুনাফা দেখিয়েছি, এখন তার ধারে-কাছেও নেই।

চলতি অর্থবছরের শুরুতেই হঠাৎ কোম্পানিটি লোকসানের মুখে পড়ে। কোম্পানি বলছে, লোকসানের প্রধানতম কারণ হচ্ছে বৈদেশিক মুদ্রার সংকট ও উচ্চ দাম। তবে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফেরার চেষ্টা করে। ফলশ্রুতিতে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই কোম্পানিটি ফের মুনাফায় ফিরেছে।

আগে কোম্পানিটি বড় মুনাফা করেছিল। সেই বিষয়ে কোম্পানির বক্তব্য হলো, ডলার ৮৬-৯০ টাকায় পাওয়া গিয়েছিল বিধায় গাড়ির চ্যাসিস, কাঁচামাল এবং যন্ত্রাংশ কম দামে এবং সহজে আমদানি করা সম্ভব হয়েছিল।

বর্তমানে ডলার সংকট এবং ডলারের উচ্চ মূল্যের কারণে আমদানীকৃত গাড়ির চ্যাসিস, কাঁচামাল এবং যন্ত্রাংশের দাম বেশি পড়ে যায়। কিন্তু উৎপাদন খরচ যে হারে বৃদ্ধি পেয়েছে, প্রতিযোগিতামূলক বাজারে গাড়ীর দাম সেভাবে বৃদ্ধি করা যায়নি। ফলে কোম্পানিটির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ে।

২০২২ অর্থবছরের শেষ নয় মাসে ইফাদের বৈদেশিক মুদ্রার ৭০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে, যা এই বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৩ কোটি ২০ লাখ টাকায় নেমে এসেছে। কারণ এই সময়ে ডলার আগের মতো অস্থির ছিল না। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কোম্পানি আশা করছে, সামনে অবস্থা আরও ভালো হবে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর