ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গণসমাবেশ বানচাল করতে সরকার পুলিশকে লেলিয়ে দিচ্ছে : ফখরুল

২০২২ নভেম্বর ১৮ ২১:১৮:০৯
গণসমাবেশ বানচাল করতে সরকার পুলিশকে লেলিয়ে দিচ্ছে : ফখরুল

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আবারও বলছি, এখনো সময় আছে; সেফ এক্সিট নিন, সরে যান মানে মানে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখনই পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। ক্ষমতা হস্তান্তর করে অবশ্যই একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণের পার্লামেন্টের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের উত্তাল তরঙ্গে আপনাদের বিদায় নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সমাবেশকে বানচাল করতে আপনারা (সরকার) পুলিশকে লাগিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় মারামারি করার জন্য। সিরাজগঞ্জে গুলি করেছে, আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের স্ত্রীকে পর্যন্ত গুলি করেছে।’

তিনি বলেন, ‘সিলেটে গুলি করেছে, গোলমাল করেছে, হবিগঞ্জে গুলি করেছে। সমাবেশকে আপনারা এতো ভয় পান কেন?’

জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ হয়। এতে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কৃষক দলের নেতাকর্মীরা যোগ দেন। সমাবেশের শুরুতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর