ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লা লিগা কর্তৃপক্ষ বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী

২০২৩ মে ২৩ ০৮:৫৫:৩১
লা লিগা কর্তৃপক্ষ বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী

তিনি আরও জানান, বসুন্ধরা একাডেমির সঙ্গে যুক্ত হয়ে দেশের ফুটবলে সহায়তার হাত বাড়িয়ে দিতে চায় তারা। আনুষ্ঠানিক চুক্তি হলে, প্রতিশ্রুতিশীল ফুটবলার ও কোচদের জন্য মিলতে পারে স্পেনে উন্নত প্রশিক্ষণের সুযোগ। এদিকে এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় আনার ব্যাপারে কোনো ধরনের প্রস্তাব পাননি বলেও জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল।

বিশ্ব ফুটবলের জনপ্রিয় লিগ লা লিগা। মেসি-রোনালদোর জাদুকরী সে পারফরমেন্স এখন অতীত হলেও এ দেশের মানুষের হৃদয়ে স্প্যানিশ লিগের জন্য রাখা আছে আলাদা জায়গা। এবার সেই লা লিগা এগিয়ে এসেছে বাংলাদেশের ফুটবলে।

গত কয়েক বছরে বাংলার ফুটবলে এক পরাশক্তির নাম বসুন্ধরা কিংস। আধুনিক সুযোগ-সুবিধার স্পোর্টস কমপ্লেক্স নির্মাণসহ দেশের ফুটবলে নানাভাবে অবদান রেখে চলেছে কিংস। তাদের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় লা লিগা কর্তৃপক্ষ। বসুন্ধরা কিংসের কাছে প্রাথমিক প্রস্তাব নিয়ে স্প্যানিশ লিগের পক্ষ থেকে দেখা করেছে প্রতিনিধিদলের দুই সদস্য হোসে অ্যান্তোনিও চাজা ও লা লিগা গ্লোবাল নেটওয়ার্কের এ উপমহাদেশের হয়ে কাজ করা আকৃতি ভোরা।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, 'তাদের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। আগে কথাটা অনানুষ্ঠানিক ছিল। আমরা তাদের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার কথা বলেছি। তারা শীঘ্রই তা পাঠাবে। ওরা আমাদের একাডেমি গড়তে সহায়তা করবে, আমাদের দেশে তারা কোচ পাঠাবে। ফলে বিভিন্ন দিক দিয়ে আমরা লাভবান হব।'

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই শোনা যাচ্ছিল বাংলার মানুষের ভালোবাসার প্রতিদান দিতে ঢাকায় আসবেন লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় আপাতত আসছে না মেসিরা। তবে মেসিরা না এলেও, ঢাকায় আসতে চান বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এমিলিয়ানো মার্তিনেজ। কলকাতা সফরের আগে ৩ জুলাই ঢাকায় আসতে চেয়েছেন এমি। এ নিয়ে নাকি ইভেন্ট ম্যানেজম্যান প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাবও দেয়া হয়েছে বসুন্ধরা কিংসকে। তবে বিষয়টি সরাসরি উড়িয়ে দিলেন ইমরুল।

ইমরুল বলেন, 'মার্তিনেজ কী বলেছেন; আমার সঠিক জানা নেই। তবে মার্তিনেজ বাংলাদেশে আসার ব্যাপারে কোনো পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।'

প্রস্তাব পেলেও এমিকে আনার ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইমরুল।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর