ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাপানের পারমাণবিক বর্জ্য সরানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

২০২৩ মে ২৩ ০৭:৫৫:২৭
জাপানের পারমাণবিক বর্জ্য সরানোর দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বর্জ্য সরিয়ে নেয়ার দাবিতে কয়েক হাজার স্থানীয় কোরীয়রা বিক্ষোভ করে।

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশান্ত মহাসাগরের সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য দিয়ে পানি দূষিত করার প্রতিবাদে শনিবার (২০ মে) রাজধানী সিউলে কয়েক হাজার স্থানীয় কোরীয় জড়ো হন।

রাজধানী সিউলে এটি একটি বিশাল বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে জাপানের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে থাকে।

ডেমোক্রেটিক পার্টি এবং জাস্টিস পার্টিসহ বিভিন্ন নাগরিক গোষ্ঠী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও ভাষণ দিয়েছেন। জাপানকে সমুদ্র দূষণরোধ করতে দক্ষিণ কোরিয়ার সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, এমন সমুদ্র দূষণ হতে থাকলে আগামী প্রজন্মের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির করণ হয়ে দাঁড়াবে। এদিকে জাপান সরকার জানিয়েছে, চলতি বছরে প্রশান্ত মহাসাগরে কয়েক বছরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় ১০ লাখ টন পানি শোধন করে পর্যায়ক্রমে সাগরে ফেলা হবে।

দূষিত পানি নিষ্কাশন প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য জাপানে ২১ সদস্যের বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হলে সরকারের এমন পরিকল্পনাকেও সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা।

দশ বছর আগে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানের পূর্ব উপকূলে যাতে তছনছ হয়ে যায় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশ। নয় মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্পের জেরে সুনামি তৈরি হয় আর তাতে মারা যায় প্রায় আঠার হাজার মানুষ। বিশ্লেষকদের ধারণা ওই কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় বিকিরণ ভয়াবহ ভূমিকম্পের অন্যতম কারণ ।

এদিকে, প্রতিবেশী দেশগুলোসহ স্থানীয় জেলে সম্প্রদায় তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিরোধিতা করছে। জেলেদের আশঙ্কা, এতে ওই অঞ্চলের সামুদ্রিক খাবারের ওপর আস্থা হারাবে মানুষ। গত বছরও ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সমুদ্রে বর্জ্য পানি ছাড়ার প্রতিবাদে সিউলে জাপানি দূতাবাসের সামনে কোরিয়ার কলেজ ছাত্ররা তাদের মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর