ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইসলামি বিশ্ব রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সমর্থন করে না

২০২৩ মে ২২ ১২:৫০:৪৬
ইসলামি বিশ্ব রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সমর্থন করে না

কাজানে অনুষ্ঠিত রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে বিভিন্ন দেশ থেকে কয়েক শ প্রতিনিধি হাজির হয়েছিলেন এবং এখানে কয়েক শ বৈঠক ও শতাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান মারাত খুশনুলিন।

রাশিয়ার এ উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘এই ফোরামটি রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনার উপযুক্ত স্থান হয়ে উঠেছিল। কারণ, মুসলিম বিশ্বের দেশগুলো আমাদের সমর্থন করে।’ তিনি আরও বলেন, ‘মুসলিম বিশ্বের একটা দেশও আমাদের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা সমর্থন করে না।’ যদিও সৌদি আরব এবং মিসরের মতো দেশগুলো ইউক্রেনে রুশ আক্রমণের সরাসরি নিন্দা করেছে। তবে কোনো দেশই পশ্চিমাদের অনুসরণ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়নি। ইসলামি বিশ্ব এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য অনেকাংশে বাধাহীনভাবে অব্যাহত রয়েছে। খুশনুলিন আশা প্রকাশ করেছেন যে, কৃষি পণ্য এবং হালাল খাদ্য, অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ এবং ব্যাংকিং সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তিসহ মুসলিম দেশগুলোর সঙ্গে আরও চুক্তি সম্পাদিত হবে। খুশনুলিন জানান, ভারত, ইরান, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়ার দেশগুলো এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহন সহজতর করার জন্য উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর নামে ৭ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ জাহাজ, রেল এবং সড়ক পথের সমন্বয়ে আন্তর্জাতিক বাণিজ্য রুট নির্মাণ করা হবে। এতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ঝুঁকি দূর করার পাশাপাশি রাশিয়া থেকে ভারতে মাল পরিবহন আরও দ্রুত এবং সস্তা করে তুলবে। রুশ উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে আরও অনেক কাজ করার বাকি আছে। তবে আশার কথা হলো, লোকজন কথা বলছে, আলোচনা করছে, প্রশ্ন তুলছে, যোগাযোগ রাখছে, যা ভবিষ্যতে এ কাজে আরও গতির সঞ্চার করবে।’

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর