ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

তথ্যপ্রযুক্তির ৬ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড বেড়েছে

২০২২ নভেম্বর ১৮ ১২:৪৭:০৭
তথ্যপ্রযুক্তির ৬ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড বেড়েছে

কোম্পানিগুলো হলো-আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেম, বিডিকম, জেনেক্স ইনফোসিস, আইএসন ও আইটিসি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আমরা টেকনোলজি

৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য এবছর (২০২২ সালে) আমরা টেকনোলজি ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা।

অগ্নি সিস্টেম

এ বছর অগ্নি সিস্টেম সাড়ে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি সাড়ে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭৭ পয়সা।

বিডিকম

এ বছর বিডিকম সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি সাড়ে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির এবছর এবং আগের বছরের ডিভিডেন্ড সমান রয়েছে। ক্যাশ ডিভিডেন্ড বেড়েছে এবং বোনাস ডিভিডেন্ড কমেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।

জেনেক্স ইনফোসিস

এ বছর জেনেক্স ইনফোসিস ১১ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এ বছর কোম্পানিটির ডিভিডেন্ড কমে গেছে। যদিও ক্যাশ ডিভিডেন্ড বেড়েছে। তবে বোনাস ডিভিডেন্ড অনেক কমেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৯৩ পয়সা (রিএস্টেটেড)।

আইএসএন

এ বছর আইএসএন ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ টাকা ৪৫ পয়সা।

আইটিসি

এ বছর আইটিসি ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর