ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লেনদেনের অর্ধেক তিন খাতের দখলে, নেতৃত্বে বিমা

২০২৩ মে ২১ ১৬:১১:০৪
লেনদেনের অর্ধেক তিন খাতের দখলে, নেতৃত্বে বিমা

ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম বৃহৎ খাত হিসেবে পরিচিত বিমা খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে হাঁটছে। অর্থাৎ আজও লেনদেন বৃদ্ধির নেতৃত্বে বিমা খাত।

আজ বিমা খাতে মোট লেনদেন হয়েছে ২৩০ কোটি ৮০ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২৯.৯১ শতাংশ। এই খাতে লেনদেনের শীর্ষ দশে রয়েছে ইন্সুরেন্স খাতের তিন। কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ, চার্টার্ড লাইফ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স। রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৩১ লাখ ৭৮ হাজার ৯১৩টি। যার বাজার মূল্য ৩৯ কোটি ১১ লাখ ৭৯ হাজার টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৬.৪৮ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের চতুর্থ স্থানটি দখল করেছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ লাখ ৯ হাজার ৫৯২টি। যার বাজার মূল্য ১২ কোটি ২৪ লাখ ৫৪ হাজার টাকা। আজ কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৯০ পয়সা বা ৬.৪১ শতাংশ।

এছাড়া, আজ বিমা খাতে দর বৃদ্ধিতে এগিয়ে ছিল বিজিআইসি। কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ, ট্রাস্ট লাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের দর বেড়েছে ৩ পয়সা ৫০ বা ৯.০৪ শতাংশ।

এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খাদ্য ও আনুষঙ্গি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ৩১ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১০.০২ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭৬ কোটি ৯৪ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৯.৯৭ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর