ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ক্রিকেটের জন্য পরিবারকে সময় দিতে পারি না: পাপন

২০২৩ মে ২১ ১৩:৫৪:৩০
ক্রিকেটের জন্য পরিবারকে সময় দিতে পারি না: পাপন

শনিবার (২০ মে) মিরপুরে কোয়াবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন যোগ দিয়ে এসব কথা বলেন নাজমুল হাসান পাপন।

২০১২ সাল থেকে এখন পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন পাপন। দীর্ঘ এই যাত্রায় তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই। তবে এই ক্রিকেটের জন্য নিজের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেন না বলে জানিয়েছেন তিনি। যদিও বিষয়টি মজা করেই তুলে ধরেন তিনি।

বলেন, ‘ক্রিকেট কিন্তু আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেয়া তো একটু কঠিন। তাতে আমার পরিবারসহ সবাই অভিযোগ শুরু করেছে। আমার পরিবার থেকে তো এ নিয়ে আর কথাই বলে না। কোনো অনুষ্ঠানে আমার থাকার প্রসঙ্গ উঠলেই আমার স্ত্রী সরাসরি বলে দেয়, সে জানে না। ফলে আমাকে ছাড়াই চিন্তা করতে হয়।’ বিসিবি প্রধান আরও বলেন, ‘ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। তবে এসব জায়গাতে সময় দিতে হয়। এ রকম একটি সংগঠন চালাতে গেলে সময় যদি না দেয়া হয়, এটি ভালোভাবে চালানো খুব কঠিন হবে।’

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর