ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইপিএলে প্লে-অফের জন্য লড়ছে তিন দল

২০২৩ মে ২১ ০৯:৪৭:৫২
আইপিএলে প্লে-অফের জন্য লড়ছে তিন দল

৩ দল প্লে-অফ নিশ্চিত করায় আর মাত্র একটি স্পট খালি রয়েছে। সেই স্থানটির জন্য লড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানের সব কটি ম্যাচ শেষ। বেঙ্গালুরু ও মুম্বাইয়ের বাকি একটি করে ম্যাচ। রোববার (২১ মে) বেঙ্গালুরু গুজরাটের ও মুম্বাই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। এ দুটি ম্যাচ শেষে ফয়সালা হবে, ৩ দলের মধ্যে কারা পাচ্ছে প্লে-অফের টিকিট।

পয়েন্ট টেবিলে এখন বেঙ্গালুরু, রাজস্থান ও মুম্বাইয়ের পয়েন্ট ১৪ করে। গুজরাটের বিপক্ষে কোহলিরা জিতলে রানরেটে অনেকটা এগিয়ে থাকায় তারাই পাবে চির আরাধ্য টিকিট। আবার বেঙ্গালুরু হারলে ও মুম্বাই জিতলে রোহিত শর্মারা উঠবে পরের ধাপে। কিন্তু বেঙ্গালুরু ও মুম্বাই উভয় দল হেরে গেলে রানরেট বিবেচনায় প্লে-অফের টিকিট পেয়ে যেতে পারে রাজস্থান। সেক্ষেত্রে বেঙ্গালুরুকে হারতে হবে বড় ব্যবধানে।

এরইমধ্যে টুর্নামেন্ট থেকে বাদ পড়া ৪টি দল হলো- কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এদের মধ্যে কলকাতা ও পাঞ্জাবের পয়েন্ট ১২ করে। দিল্লি ও হায়দরাবাদের পয়েন্ট যথাক্রমে ১০ ও ৮।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর