ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে যুদ্ধ বিমান সরবরাহের অনুমতি যুক্তরাষ্ট্রের

২০২৩ মে ২০ ১৮:৩৬:২৫
ইউক্রেনে যুদ্ধ বিমান সরবরাহের অনুমতি যুক্তরাষ্ট্রের

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় চলমান জি-৭ বৈঠকে মিত্র দেশগুলোর নেতাদের ব্রিফ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিমান সরবরাহের পাশাপাশি মার্কিন বাহিনী কিয়েভে পাইলটদের যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণও দেবে।

এই বিষয়ে, বিডেন গত শুক্রবার (মে ১৯) জি-৭ শীর্ষ নেতাদের বলেছিলেন যে ওয়াশিংটন ইউক্রেনের পাইলটদের মার্কিন তৈরি ফাইটার জেট এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ সম্পর্কে বলেন, এই প্রশিক্ষণ আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনীকে উন্নত করবে। জেলেনস্কিও টুইট করেছেন যে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের পরিকল্পনা একটি "ঐতিহাসিক সিদ্ধান্ত"। এক টুইটে তিনি লিখেছেন, জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে জাপানের হিরোশিমায় বৈঠকের পর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এদিকে রাশিয়া এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া হলে পশ্চিমা দেশগুলোর ব্যাপক ক্ষতি হবে। এ প্রসঙ্গে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা দেশগুলো এখনো ক্রমবর্ধমান হারে পরিস্থিতিকে উস্কে দিচ্ছে। এতে নিজেরই বড় ক্ষতি হবে। " এছাড়া ন্যাটোর কয়েকটি সদস্য দেশও আমেরিকার এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তার মতে, এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়বে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর