ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১০০ করার পরে ৫০ না করতে পারলে কোনো দাম নেই: পাপন

২০২৩ মে ২০ ১৮:৩৫:০২
১০০ করার পরে ৫০ না করতে পারলে কোনো দাম নেই: পাপন

তবে এতে সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ পরের ম্যাচে সেঞ্চুরি করেও হাফ সেঞ্চুরি করতে পারেননি শান্ত। টাইগার ব্যাটসম্যানের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, ১০০ রান করার পর ৫০ রান না করলে কোনো মূল্য নেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শান্তা। ৩ ম্যাচে নিজের ব্যাট থেকে ১ সেঞ্চুরি করে ১৯৬ রান করেছেন। শেষ ম্যাচেও পেয়েছিলেন ১ উইকেট। দলের ২-০ ব্যবধানে সিরিজ জয়ে অবদান রেখে তিনি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জিতেছিলেন। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা শান্ত শেষ ওয়ানডেতে ফিফটি করতে না পারায় কিছুটা হতাশ হয়েছেন বিসিবি সভাপতি পাপন। শনিবার (২০ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত অনুষ্ঠানে শান্তর সঙ্গে দেখা হয় বিসিবি সভাপতির। সেখানে তিনি শান্তকে বলেন, ১০০ করার পরে ৫০ রান না করতে পারলে কোনো দাম নেই। এ নিয়ে গণমাধ্যমে পাপন বলেন, 'শান্ত আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলেছে। আমি সাথে সাথে তাকে ফোন করে জানিয়েছি, তুমি খুব ভালো খেলেছো। আমি শেষ ম্যাচটা না দেখে চলে এসেছিলাম। আজকে দেখা হওয়ার পরে ওকে আবার বলেছি, একটা ১০০'র পরে আরেকটা মিনিমাম ৫০ না হলে ওই ১০০'র কোনো দাম নেই। তারমানে তাকে নিয়মিতই পারফরম্যান্স করতে হবে।'

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর