ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবনের লড়াই এখন চরমে

২০২৩ মে ২০ ১৩:০৯:৩৫
শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবনের লড়াই এখন চরমে

এরপর শাকিব প্রশ্ন করেন, বুবলী কীভাবে সাড়ে তিন কোটি টাকার একটি ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলেন? এসব প্রশ্নের কারণে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন শবনম বুবলী।

শবনম বুবলী বলেন, উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বার বার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রীতো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি উনাকে নিয়ে কথাও বলতে চাই না।

বুবলী আরও বলেন, তিনি সম্পর্ক রাখতে চান বা না চান এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা বসে কথা বলতে পারি। বাইরের মানুষক জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না। তাকে সম্মান দিয়েই থাকতে চাই।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর