ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘হাজার টাকার ক্লাবে’ মুন্নু এগ্রো মেশিনারী

২০২৩ মে ২০ ১১:৫৪:৪০
‘হাজার টাকার ক্লাবে’ মুন্নু এগ্রো মেশিনারী

কোম্পানিগুলো হলো-বাটা সু, বার্জার পেইন্টস, ইস্টার্ন লুব্রিকেন্ট, লিন্ডে বিডি, ম্যারিকো বাংলাদেশ, রেকিট বেনকিজার, রেনেটা ফার্মা, ইউনিলিভার কনজিউমার কেয়ার ও ওয়ালটন হাইটেক লিমিটেড।

হাজার টাকার ক্লাবে থাকা শেয়ারগুলোর মধ্যে বাটা সু শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ৮ টাকা ৫০ পয়সায়, বার্জার পেইন্টসের ১ হাজার ৭৯৮ টাকায়, ইস্টার্ন লুব্রিকেন্টের ১ হাজার ৭৬১ টাকা ৭০ পয়সায়, লিন্ডে বিডির ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সায়, ম্যারিকো বাংলাদেশের ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সায়, রেকিট বেনকিজারের ৪ হাজার ৭৮৬ টাকা ১০ পয়সায়, রেনেটা ফার্মার ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায়, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ২ হাজার ২৬ টাকা ৯০ পয়সায় এবং ওয়ালটন হাইটেকের ১ হাজার ৪৭ টাকা ৭০ পয়সায়।

এবার মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারী ১ হাজার ১০ টাকা ৮০ পয়সা দর নিয়ে ‘হাজার টাকার ক্লাবে’ যুক্ত হয়েছে। কোম্পানিটি চলতি বছরের মার্চ মাসেও ‘হাজার টাকার ক্লাবে’ যুক্ত হয়েছিল। পরে দর সংশোধনের কারণে শেয়ারটির দর হাজার টাকার নিচে নেমে যায়। এর আগে ২০১৮ সালেও কোম্পানিটির শেয়ারদর হাজার টাকার ওপরে ছিল।

যেসব কারণে রাজা শেয়ার

প্রধানত তিন কারণে কোম্পানিগুলোর শেয়ারদর হাজার টাকার ওপরে লেনদেন হচ্ছে। প্রথমত, কোম্পানিগুলোর লেনদেনযোগ্য বা ফ্লোটিং শেয়ার খুব কম। দ্বিতীয়ত, কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়। তৃতীয়ত, কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি স্বচ্চ।

ডিভিডেন্ড

সর্বশেষ অর্থবছরের জন্য বাটা সু বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ৩৬৫ শতাংশ ক্যাশ, বার্জার ৪০০ শতাংশ ক্যাশ, ইস্টার্ন লুব্রিকেন্ট ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস, লিন্ডে বিডি ৪২০ শতাংশ ক্যাশ, ম্যারিকো বাংলাদেশ ৭৫০ শতাংশ ক্যাশ, রেকিট বেনকিজার ৯৮০ শতাংশ ক্যাশ, রেনেটা ফার্মা ১৪০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস, ইউনিলিভার কনজিউমার কেয়ার ২৪০ শতাংশ ক্যাশ ও ৬০ শতাংশ বোনাস এবং ওয়ালটন হাইটেক ২৫০ শতাংশ ক্যাশ।

তবে ডিভিডেন্ডের দিক থেকে মুন্নু এগ্রো মেশিনারী অনেক পিছিয়ে রয়েছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

পিই রেশিও

সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, ম্যারিকো বাংলাদেশের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৯.৭০, বাটা সুর ২৫.৩১, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৩০.৩১, বার্জার পেইন্টসের ৩০.৫৪, রেকিট বেনকিজারের ৩৭.১৮, লিন্ডে বিডির ৩৭.৯০, রেনেটা ফার্মার ৩৯.১৪, ওয়ালটন হাইটেকের ৯৫.২৫, ইস্টার্ন লুব্রিকেন্টের ১৩৩.৬০ এবং মুন্নু এগ্রোর ৩৬৬.২৩ পয়েন্ট।

মার্কেট আওয়ার/সাইফুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর