ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভিন্নধর্মী প্রেমের গল্পে ‘গিরিবাজ জুম্মন’

২০২৩ মে ১৯ ২৩:২৩:৪৯
ভিন্নধর্মী প্রেমের গল্পে ‘গিরিবাজ জুম্মন’

একান্ন মিডিয়ার কর্ণধার তামান ইসলাম বলেন, 'সব শ্রেণির দর্শকের কথা চিন্তা করে ঈদে কয়েকটি নাটক প্রচার করছি। এর মধ্যে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। হাস্যরস ও প্রেমের মধ্য দিয়ে আমরা কিছু ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে তারকা নির্মাতা ও শিল্পীরা আমাদের জন্য কাজ করবেন।’

নাটকে দেখা যাবে, পুরান ঢাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম সামসু ভাই। কবুতর হচ্ছে তার নেশা এবং পেশা কবুতর নিয়ে রেসেও অংশ নেয় শামসু। সবাই তাকে রেসার সামসু নামেই চেনে। রেসার শামসুর একটি মেয়ে আছে, যার নাম শায়লা। শায়লা খুবই ভদ্র ও ভালো একটা মেয়ে। ওই এলাকায় নতুন আসে জুম্মন। জুম্মন গান বাজনা করে তার একটি ব্যান্ড দল আছে। রাতের বেলা ছাদের উপর উঁঁচু গলায় গান প্র্যাকটিস করা তার প্রতিদিনের কাজ।

গান প্র্যাকটিস করতে করতেই একদিন শায়লার সঙ্গে দেখা হয় তার। প্রথম দেখাতেই প্রেম। বিভিন্নভাবে তাকে পটানোর চেষ্টা করতে থাকে। প্রথম দিকে ঝগড়া দিয়ে শুরু হলেও একসময় শায়লাকে পটিয়েও ফেলে সে। তাদের মধ্যে চলতে থাকে তুমুল প্রেম। শায়লা তাকে বারবার বিয়ের জন্য তাড়া দিতে থাকে। জুম্মন বাধ্য হয়ে শায়লার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তার বাবা রাজি হয় না, তার বাবা জুড়ে দেয় এক অদ্ভুত শর্ত।

শেষ পর্যন্ত কী হয় তা জানতে হলে দেখতে হবে নাটকটি। নাটকটি প্রচারিত হয়েছে একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর