ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছোটতে বাংলাদেশ, বড়তে ভারত চ্যাম্পিয়ন

২০২৩ মে ১৯ ২৩:২১:৪২
ছোটতে বাংলাদেশ, বড়তে ভারত চ্যাম্পিয়ন

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে ২০-২০ গোলের সমতা ছিল। ম্যাচের প্রথম ২০ মিনিটে ১৬-১০ গোল এগিয়ে ছিল ভারত। সে অবস্থা থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মোছাম্মৎ মারফি-রুনা লায়লারা। শেষদিকে দারুণ আক্রমণাত্মক খেলায় ভারতের রক্ষণে কাঁপন ধরিয়ে জয় ছিনিয়ে নেন ডালিয়া আক্তারের শিষ্যরা।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ সময় মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হতে গিয়ে ৪৪ মিনিটে লাল কার্ড দেখে ম্যাট ছাড়েন ভারতের প্রাধান্য বালাসো মানে। ম্যাচের ওই পর্যায়ে অতিথি দল ৩৩-২৮ গোলে এগিয়ে ছিল। ৫৫ মিনিটে কার্ডজনিত শাস্তি হিসেবে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের টপ স্কোরার অধিনায়ক মারফিকে। তার অনুপস্থিতি অবশ্য বুঝতে দেননি রুনা লায়লা, তানিয়া, দীপা রানীরা।

পিছিয়ে থাকা অবস্থায় তারা জয় ছিনিয়ে আনেন। ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৫ গোল করেন অধিনায়ক মারফি। রুনা লায়লা ১৪, তানিয়া ১০ ও দীপা রানী ৫ গোল করেন। ভারতের পক্ষে রেনুকা সর্বোচ্চ ১৬ গোল করেন। সাউথ-সেন্ট্রাল এশিয়া জোন-২-এ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ ইয়ুথ দল খেলবে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে।

‘আমার খেলোয়াড়ি জীবনে কখনো ভারতকে হারাতে পারিনি। কোচ হিসেবে সে অপ্রাপ্তি দূর হলো। ভারতকে যে কোনো খেলায় হারানো কঠিন। হ্যান্ডবলে তো আরও কঠিন। সেই কঠিন কাজ মেয়েরা করে দেখিয়েছে’—ম্যাচের পর বলছিলেন বাংলাদেশ দলের কোচ ডালিয়া আক্তার। সাবেক এ হ্যান্ডবলার আরও বলেন, ‘ম্যাচে আমরা পিছিয়ে থাকলেও ঘুড়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস ছিল। আমার গোলরক্ষকের কথা আলাদাভাবে বলব। সে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। সব মিলিয়ে আমি দারুণ খুশি।’

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর