ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন অনুসরণ জরুরি: ড. শেখ শামসুদ্দিন

২০২৩ মে ১৯ ১৬:৫৭:৫৪
বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন অনুসরণ জরুরি: ড. শেখ শামসুদ্দিন

গত ১৭ মে থেকে ১৯ মে তিন দিনব্যাপী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উদ্যোগে এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটির মার্কেট (বিএএসএম) এর তত্ত্বাবধানে সিলেটে আয়োজিত হয়েছে ‘কমপ্লায়েন্স অ্যাফেয়ার্স অব দ্যা লিস্টিং কোম্পানিস' শীর্ষক সার্টিফিকেট কোর্স প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এর উদ্যোগে সিলেটে ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত ‘কমপ্লায়েন্স অ্যাফেয়ার্স অব দ্য লিস্টিং কোম্পানিজ’ শীর্ষক তিন দিনব্যাপী সার্টিফিকেট কোর্স প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ শামসুদ্দিন আহমদ এসব কথা বলেন।

উক্ত কর্মশালায় ইস্যুয়ার কোম্পানিগুলোর সচিব, প্রধান আর্থিক কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শেয়ারবাজারে কমপ্লায়েন্সের গুরুত্ব, আইপিও, কিউআইও, আরপিও, রাইট ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিংয়ের প্রক্রিয়া ও পদ্ধতি এবং প্রচলিত আইন ও বিধি, ডেবট্ সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং ও সংশ্লিষ্ট আইন, ইস্যুয়ার সংক্রান্ত আইন, এসএমই ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, কর্পোরেট গভর্নেন্স কোডের উপররেগুলেটরি কমপ্লায়েন্স, মার্জার ও অধিগ্রহণের প্রক্রিয়া ও সেসংক্রান্ত কমপ্লায়েন্স, মূল্য সংবেদনশীল তথ্য ও ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন সিকিউরিটিজের তালিকাভুক্তি এবং তাদের ধারাবাহিক কমপ্লায়েন্স, হাইব্রিড এজিএম ও ই-ভোটিং এবং ডিভিডেন্ড ঘোষণা ও বন্টন সংক্রান্ত কমপ্লায়েন্স ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে, অংশগ্রহণকারীদের সিকিউরিটিজ সংক্রান্ত আইন এবং কমপ্লায়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর