ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফোর্বসের '৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া' সফল উদ্যোক্তা ৭ বাংলাদেশি

২০২৩ মে ১৯ ১৫:১২:১৯
ফোর্বসের '৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া' সফল উদ্যোক্তা ৭ বাংলাদেশি

বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এ বছরের এশীয় তালিকা।

৩০ বছরের কম বয়সী সাতজন বাংলাদেশিকে ভোক্তা প্রযুক্তি; মিডিয়া, বিপণন এবং বিজ্ঞাপন এবং সামাজিক প্রভাব এই তিনটি ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি দেয়া হয়েছে এ বছর।

২০১৬ থেকে ২০২২ পর্যন্ত, বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য মোট ২৫ জন বাংলাদেশির নাম এ তালিকায় স্থান পেয়েছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও প্রবর্তক জায়গা করে নিয়েছেন এই তালিকায়। তাদের সবার বয়সই ৩০ বছরের নিচে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং একটি চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও তারা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছেন এবং নতুন নতুন উদ্ভাবনের পেছনে কাজ করছেন।

ফোর্বসের '৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া ২০২৩' তালিকায় ১০টি বিভাগে ৩০ জন করে নির্বাচিত হয়েছেন। এ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি তরুণেরা হলেন:

আজিজ আরমান, প্রতিষ্ঠাতা, যাত্রীবিভাগ: কনজ্যুমার টেকনোলজি

ঢাকা নগরের বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে আরমান আজিজ প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যাত্রী গড়ে তোলেন। গত বছর ঢাকা নগরের বাসমালিকদের সংগঠন ৫ হাজার ৬৫০টি বাসের জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে সম্মত হয়। সেই ব্যবস্থা তৈরি করে দিয়েছে যাত্রী। এতে ভাড়া নিয়ে নৈরাজ্যের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে যাত্রী প্রাক্‌-সিড পর্যায়ে ১২ লাখ ডলার বিনিয়োগ পায়। এতে সব মিলিয়ে এখন পর্যন্ত এই স্টার্টআপ ৫২ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ পেয়েছে। আরমান আজিজ কনজ্যুমার টেকনোলজি শ্রেণিতে তালিকায় স্থান পেয়েছে। তালিকায় তাঁর স্থান ২৫তম।

রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন, প্রতিষ্ঠাতা, মার্কোপলো.এআইবিভাগ: মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন

মার্কোপলো ডট এআই দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিপণন করে থাকে। এতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর পক্ষে সহজেই সামাজিক মাধ্যমে বিপণণ করা সম্ভব হচ্ছে। সে লক্ষ্যে তাদের একটি অ্যাপ আছে, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো তা অর্থের বিনিময়ে ব্যবহার করতে পারে। এই অ্যাপ মেশিন লার্নিং মডেলের ভিত্তিতে পরিচালিত হয়।

ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে তারা বিশাল তথ্যভান্ডার তৈরি করেছে। গণমাধ্যম, বিপণন, বিজ্ঞাপন শ্রেণিতে তাঁরা তালিকায় স্থান পেয়েছেন। তাঁরা দুজনেই ২৭ নম্বরে আছেন।

জাহ্নবী রহমান, সহ-প্রতিষ্ঠাতা, রিলাক্সিবিভাগ: সামাজিক প্রভাব

সম্প্রতি কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেছেন জাহ্নবী। তিনি মানসিক স্বাস্থ্যসেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যার নাম ‘রিলাক্সি’। রিলাক্সি মানুষের মুড বা মনের ভাব বুঝতে বিনা মূল্যে চেক-ইন ও মেডিটেশনের সুযোগ দেয়। তবে গ্রাহকদের চাহিদামতো অর্থের বিনিময়ে ভার্চ্যুয়াল থেরাপির ব্যবস্থা করে দেয় রিলাক্সি। মূলত সেখান থেকেই আয় করে রিলাক্সি।

সম্প্রতি হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটর ২০২২-এ দ্বিতীয় রানারআপ হয়েছে এই অ্যাপ। এটি ডাউনলোড হয়েছে ১৫ হাজারের বেশি। সামাজিক প্রভাব শ্রেণিতে তালিকায় স্থান পেয়েছেন জাহ্নবী। তিনি আছেন ২৪ নম্বর অবস্থানে।

দীপ্ত সাহা, সহপ্রতিষ্ঠাতা, অ্যাগ্রোশিফট টেকনোলজিসবিভাগ: কনজ্যুমার টেকনোলজি

অ্যাগ্রোশিফট টেকনোলজিস কৃষিভিত্তিক সরবরাহব্যবস্থা বা একধরনের প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন। অ্যাগ্রোশিফট সরাসরি কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কাজ করার কারণে ন্যায্যমূল্যে টাটকা সবজি সরবরাহ করতে পারে।

প্ল্যাটফর্মটি সম্প্রতি রেডিমেড গার্মেন্টস (আরএমজি) গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জের জন্য এইচঅ্যান্ডএমের স্টিচ জিতেছে এবং শরুক পার্টনার্স এবং অ্যাংকরলেস বাংলাদেশের নেতৃত্বে একটি প্রাক্‌-সিড পর্যায়ে ১৮ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে। তিনি কনজ্যুমার টেকনোলজি শ্রেণিতে তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় তিনি ২৭ নম্বরে আছেন।

আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা, প্রতিষ্ঠাতা, টার্টল ভেঞ্চার স্টুডিওবিভাগ: সামাজিক প্রভাব

সারাবন তহুরা তুরিন এবং আনোয়ার সায়েফ অনিক প্রতিষ্ঠিত 'টার্টল ভেঞ্চার স্টুডিও'র লক্ষ্য- অর্থায়ন, পরামর্শদান, গ্লোবাল নেটওয়ার্কে অ্যাক্সেস এবং কারিগরি সহায়তার মতো সেবা দিয়ে তরুণ উদ্যোক্তাদের উঠিয়ে আনা। এটি দেশের প্রথম ভেঞ্চার স্টুডিও৷

প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে নব্বইয়ের বেশি উদ্যোক্তার সঙ্গে কাজ করেছে এবং প্রাথমিক পর্যায়ে তাদেরকে ১৫ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করতে সহায়তা করেছে। প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি, প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য 'ইয়ং টার্টল' নামক একটি প্রোগ্রামও চালু করেছে 'টার্টল ভেঞ্চার'।

মার্কেট আওয়ার/তারিক

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর