ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের ফের হতাশায় ফেলেছে ডেল্টা লাইফ

২০২৩ এপ্রিল ০৯ ১৭:৫৬:৫৯
বিনিয়োগকারীদের ফের হতাশায় ফেলেছে ডেল্টা লাইফ

গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটি জানায়, আগামী ১১ এপ্রিল বিকেল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় গত তিন বছরের (২০১৯, ২০২০, ২০২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে তিন বছরের ডিভিডেন্ড পাওয়ার আশা তৈরি হয়।

কিন্তু ওইদিনই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, আর্থিক প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কোম্পানিটি নিয়ম ভঙ্গ করছে। কারণ বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে যেকোনো কোম্পানিকে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। যা কোম্পানিটি অনুস্বরণ করেনি।

এই পর্যায়ে আজ কোম্পানিটি ১১ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠেয় বোর্ড সভাটি স্থগিত করার কথা জানায়। এতে কোম্পানিটির বিনিয়োগকারীদের মধ্যে ফের হতাশা দেখা যায়। কোম্পানিটি বোর্ড সভাটি স্থগিত করলেও পরিবর্তিত তারিখ জানায়নি।

হাবিব/মার্কেট আওয়ার

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর