ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৮০৯ কোটি টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে চার ব্যাংক

২০২৩ এপ্রিল ০৯ ১৭:৫৪:২৩
৮০৯ কোটি টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে চার ব্যাংক

ব্যাংক চারটি সমাপ্ত অর্থবছরে ১ হাজার ৫৩৯ কোটি ৬০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এর বিপরীতে আলোচ্য ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকগুলো।

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৮০৮ কোটি ৭৬ লাখ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণ ৫৫২ কোটি ৮ লাখ টাকা। বাকি ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার বোনাস ডিভিডেন্ড।

ব্যাংক চারটি সমাপ্ত অর্থবছরে ১ হাজার ৫৩৯ কোটি ৬০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এর বিপরীতে আলোচ্য ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকগুলো।

ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ব্যাংক। এই ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭.৫০% হারে ১৯৮ কোটি ১৫ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। যা কোম্পানিটির ২০২২ সালে অর্জিত মুনাফার ৪৯.৫৭ শতাংশ।

ব্যাংক চারটি থেকে এবার ২৫ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ২১৩টি বোনাস শেয়ার দেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি বোনাস শেয়ার দেবে ইস্টার্ন ব্যাংক। এই ব্যাংকটি ১৩ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ১৯০টি বোনাস শেয়ার ইস্যু করবে।

এদিকে, গত বছরের ব্যবসায় সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক। এই ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৫১১ কোটি ৮৭ লাখ টাকা।

কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ, উত্তরা ব্যাংক ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ বোনাস, প্রাইম ব্যাংক ১৭.৫০ শতাংশ ক্যাশ ও শাহজালাল ইসলামী ব্যাংক ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এতে দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক ১৯৮ কোটি ১৫ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংক ১৩৪ কোটি ১৪ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ১২৯ কোটি ৬৭ লাখ টাকাএবং উত্তরা ব্যাংক ৯০ কোটি ১২ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দিবে।

ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি ইস্টার্ন ব্যাংক ১ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৭১৯০টি বোনাস, শাহজালাল ইসলামী ব্যাংক ৩ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৫৫৪টি বোনাস এবং উত্তরা ব্যাংক ৯ কোটি ১ লাখ ২৩ হাজার ৪৬৯টি বোনাস শেয়ার ইস্যু করবে।

সাইফুল/মার্কেট আওয়ার
ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর