ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

অ্যাঙ্কর সিকিউরিটিজের আইপিও কোটা স্থগিত

২০২৩ এপ্রিল ০৭ ১৫:৪৬:৩৫
অ্যাঙ্কর সিকিউরিটিজের আইপিও কোটা স্থগিত

জানা যায়, বুধবার (০৫ এপ্রিল) ডিএসইর একটি তদন্ত দল অ্যাঙ্কর সিকিউরিটিজ পরিদর্শনে যায় এই সময় ০৩ এপ্রিলের গ্রাহক হিসাবের তহবিলে ১ কোটি ১ লাখ ৯৮ হাজার ৬৮৮ টাকার ঘাটতি খুঁজে পায়।

এরপরের দিন বৃহস্পতিবার ডিএসই থেকে অ্যাঙ্কর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে গ্রাহক হিসাবে গরমিল পেয়ে অ্যাঙ্কর সিকিউরিটিজের মালিকানাধীন শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড প্রদান স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় ডিএসই।

ডিএসইর মার্কেট মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ইনচার্জ মো. বজলুর রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, অ্যাঙ্কর সিকিউরিটিজের ট্রেক হোল্ডার কোম্পানি ও ডিপোজিটরি অংশগ্রহণকারীর নিবন্ধন সনদ (ডিপি) নবায়ন স্থগিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির মার্জিন রেগুলেশনের ফ্রি লিমিট সুবিধাও স্থগিত থাকবে। এছাড়াও নতুন ডিজিটাল বুথ ও শাখাও খুলতে পারবে না অ্যাঙ্কর সিকিউরিটিজ।

চিঠিতে আরও বলা হয়েছে, বিনিয়োগকৃত অর্থ ও সিকিউরিটিজের ঘাটতি সমন্বয়ের পর অ্যাঙ্কর সিকিউরিটিজে ন্যূনতম এক বছর বিশেষ তদারকি করবে ডিএসই। এছাড়াও প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাব মাসে অন্তত দুইবার পরীক্ষা করবে ডিএসই।

সাইফুল/মার্কেট আওয়ার

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর