ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আইপিও অর্থ ব্যবহারে আরও ১৫ মাস সময় চাইবে ডমিনেজ স্টিল

২০২২ নভেম্বর ১৭ ২০:১৫:০৮
আইপিও অর্থ ব্যবহারে আরও ১৫ মাস সময় চাইবে ডমিনেজ স্টিল

কোম্পানি সূত্রে জানা গেছে, আইপিও অর্থ ব্যবহারের জন্য আরও ১৫ মাস বাড়তি সময় চাইবে কোম্পানিটি। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বাড়তি সময় চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে।

কোম্পানি সূত্র বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বে নির্মাণ সামগ্রি ও প্ল্যান্ট মেশিনারিজের দাম অনেক বেড়ে গেছে। অন্যদিকে স্টিল, জ্বালানি, বিদ্যুৎ ইত্যাদির দাম বেড়ে যাওয়ায় পণ্য উৎপাদনের ব্যয়ও অনেক বেড়ে গেছে। অপরদিকে কমে গেছে পণ্যের চাহিদা। শুধু তা-ই নয়, বর্তমানে অনেক ব্যাংক ঋণপত্র খুলতে অনাগ্রহী। এ কারণে নির্ধারিত সময়ে আইপিওর প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে।

আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়াতে চাইলে বিএসইসির অনুমতির পাশাপাশি শেয়ারহোল্ডারদেরও সম্মতির প্রয়োজন হবে। এ কারণে কোম্পানির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি শেয়ারহোল্ডারের সামনে উত্থাপন করা হবে।

উল্লেখ্য, ২১ নভেম্বর কোম্পানির সভায় ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদস পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে এবং ১৬তম এজিএম-এর তারিখ নির্ধারণ করা হবে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর