ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এক ওভারে ৬ উইকেট! ক্রিকেট বিশ্বে বড় বিস্ময়!

২০২৩ মার্চ ২৩ ১৪:৩১:৪০
এক ওভারে ৬ উইকেট! ক্রিকেট বিশ্বে বড় বিস্ময়!

নিউজিল্যান্ডের ১৩ বছর বয়সী কিশোর ক্রিকেটার স্কুল ক্রিকেটে বিরল কৃতিত্ব অর্জন করলেন। পামারস্টন নর্থ বয়েজ হাই স্কুলের পেস বোলার ম্যাট রোয়ি স্কুল ক্রিকেটে এই অনন্য নজির স্থাপন করেছেন।

নিউজিল্যান্ডের জনপ্রিয় মিডিয়া "স্টাফ" জানিয়েছে যে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাকা রোই গত বুধবার (২২ মার্চ) একটি ম্যাচে ছয় ওভার বল করার পরে মাত্র ১২ রানে ৯ উইকেট নিয়েছিলেন।

এর মধ্যে রোয়ে তার পঞ্চম ওভারে ছয় বলে ছয় উইকেট নেন। টোরাঙ্গায় সুপার এইট টুর্নামেন্টের ফাইনালে পামারস্টন নর্থ বয়েজ হাই স্কুলের হয়ে কৃতিত্ব অর্জন করেন রো।

তরুণ পেসার তার পঞ্চম ওভারের প্রথম বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন, এরপর চারটি বল এবং শেষ বলে এলবিডব্লিউ। তার বোলিংয়ে প্রতিপক্ষ রোটোরুয়া হাইস্কুল মাত্র ২৬ রান! রোয়ের দল পামারস্টন নর্থ বয়েজ এই রান তাড়া করে ২.১ ওভারে।

দারুণ অর্জনের পর রোয়ি বলেন, 'আমি আম্পায়ারের সঙ্গে কথা বলছিলাম। বলছিলেন, আমাদের সময়ে অনেক হ্যাটট্রিক দেখিনি। ভাবলাম, তাহলে আম্পায়ারের জন্য চেষ্টা করি। এটা ছিল মাত্র শুরু।'

চতুর্থ উইকেট পাওয়ার পর মনে হচ্ছে ব্যাপারটা গুরুতর হয়ে উঠছে। ছয় নম্বর উইকেটের পর আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। আমার সতীর্থরা আমাকে ঘিরে রেখেছে। সবকিছু পাগল মনে হচ্ছিল। সতীর্থরা আমার চেয়ে বেশি পাগলামি দেখিয়েছে।

ক্রিকেটের ভাষায়, এক ওভারে ছয় উইকেটের ঘটনাকে 'পারফেক্ট ওভার' বলা হয়। এর আগে ২১ জানুয়ারী ২০১৭ সালে অ্যালেড কেরি অস্ট্রেলিয়ায় ব্যালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশন টুর্নামেন্টে ইস্ট ব্যালারাত ক্রিকেট দলের বিপক্ষে এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন।

গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের এই বোলার ওই ওভারে দুটি ক্যাচ, একটি এলবিডব্লিউ এবং বাকি তিনটি বল আউট করেন। এবার ছয় বছর পর তার পাশে যুক্ত হলো রোয়ির নাম।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর