ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই: রাষ্ট্রপক্ষ

২০২৩ মার্চ ২১ ১৯:৪৮:০৭
রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ গ্রহণে বাধা নেই: রাষ্ট্রপক্ষ

আজ মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগে রিট আবেদনকারী আইনজীবীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এই তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতি পদে নয়, মো. সাহাবুদ্দিনকে মনোনীত করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন স্থগিতের বিষয়ে রিট করা হয়েছিল। ওই রিট মেন্টেনেবল না, তাই হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছিলেন।

ওই খারিজের বিরুদ্ধে রিটকারী আপিল আবেদন করেন। আপিল আবেদনটিও চেম্বার জজ আদালত খারিজ হয়ে গেছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনও বাধা নেই। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনও বাধা নেই।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর