ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ব্যাংক খাতের অস্থিরতায় এশিয়াজুড়ে শেয়ারবাজারে পতন

২০২৩ মার্চ ১৬ ১৭:৪২:৪৮
ব্যাংক খাতের অস্থিরতায় এশিয়াজুড়ে শেয়ারবাজারে পতন

আন্তর্জাতিক ব্যাংকিং জায়ান্ট ক্রেডিট সুইস জানিয়েছিল, পতন ঠেকাতে তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিচ্ছে। আর ক্রেডিট সুইসের এই ঘটনার মধ্যে এশিয়ার শেয়ারবাজারের এ খবর আসল।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৬তম সর্ববৃহৎ সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয়। ব্যাংকটি বন্ধ হওয়ার মধ্যে দিয়ে বিশ্বব্যাপী ব্যাংকিং খাতের অস্থিরতা সামনে আসে। এর দুদিন পর দেশটির সিগনেচার ব্যাংকেরও পতন হয়।

ছোট ব্যাংকগুলোর সমস্যা ক্রেডিট সুইসের সংকটকে ত্বরান্বিত করেছে। ঋণদাতা ও বিনিয়োগকারীরা ঝুঁকি সম্পর্কে উদ্বিগ্ন। ব্যাংকগুলো হয়তো তহবিল সংগ্রহে হিমশিম খাবে, যা বিশ্বব্যাপী এসএমই ও স্টার্টআপগুলোকে ব্যয় মেটানোর সমস্যায় ফেলবে। টোকিওর কেইও ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক সায়ুরি শিরাই বিবিসিকে এসব কথা বলেছেন।

এদিকে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনের মাঝামাঝিতে জাপানের নিক্কেই ২২৫ ব্যাংকের শেয়ারের সূচক ১.১ শতাংশ পতন হয়েছে। আর টপিক্স ব্যাংকের শেয়ারের সূচক ৪ শতাংশের বেশি পতন হয়েছে। যা প্রতিষ্ঠানটির গত ৩ বছরের সবচেয়ে বেশি খারাপ।

এ ছাড়া হংকং ও সিডনি শেয়ারবাজারের সূচকের পতন ১.৫ শতাংশের বেশি। তবে সাংহাই শেয়ারবাজারের সূচকের পতন ০.৫ শতাংশের কম।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর