ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জ-মৌলভীবাজারে ২ দিনের পরিবহণ ধর্মঘট

২০২২ নভেম্বর ১৭ ১৮:২৮:৩৭
সুনামগঞ্জ-মৌলভীবাজারে ২ দিনের পরিবহণ ধর্মঘট

আগামী শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে বলে জানিয়েছেন সমিতির নেতারা। তবে বিএনপির সম্মেলনের সঙ্গে হরতালের কোনো সম্পর্ক নেই বলে তারা জানান।

বৃহস্পতিবার সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠকের পর এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজামেল হক।

পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন ফেডারেশন জানিয়েছে, চার দফা দাবিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- সুনামগঞ্জ-সিলেট সড়কের লামকাজী ব্রিজ থেকে অবৈধ টোল আদায় বন্ধ, অবৈধ সিএনজি চালিত অটোরিকশা বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক ধর্মঘট সফল করতে পরিবহন মালিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপির সমাবেশের সঙ্গে হরতালের কোনো সম্পর্ক নেই। মালিক-শ্রমিকদের স্বার্থে এ ধর্মঘট ডাকা হয়েছে।

বিএনপির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে দুই দিনের পরিবহন ধর্মঘটের পরিকল্পনা রয়েছে। বিএনপির সিলেট বিভাগীয় সাধারণ সভায় সুনামগঞ্জের সাধারণ মানুষ যাতে যোগ দিতে না পারে সেজন্য ফ্যাসিবাদী সরকারের নির্দেশে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট ডাকার অন্য কোনো কারণ নেই, যাকে অজুহাত ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না।

সুনামগঞ্জ বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যে উদ্দেশ্যে হরতাল ডাকা হয়েছে তার উল্টো ফল হবে। সকল প্রতিকূলতা কাটিয়ে, সুনামগঞ্জের লাখো মানুষ সিলেটের জনসভায় যোগ দেবেন, ইনশাআল্লাহ।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর