ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চার মাস বাড়ল ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ

২০২২ নভেম্বর ১৭ ১৮:০২:২৫
চার মাস বাড়ল ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়েছিল।

এই বছরের জুলাই মাসে শস্য রপ্তানি অব্যাহত রাখতে কৃষ্ণ সাগর অঞ্চলে একটি সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি হয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও যুদ্ধ সংকট নিরসনে এই চুক্তি করা হয়েছে।

আজ এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেন থেকে কৃষ্ণ সাগর অঞ্চলে শস্য, খাদ্য ও সার রপ্তানির নিরাপত্তা সহজ করার জন্য সব পক্ষের চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, জাতিসংঘ রাশিয়া থেকে খাদ্য ও সার রপ্তানির ক্ষেত্রে সকল বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই শর্তটি ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তিতেও অন্তর্ভুক্ত ছিল।

চুক্তির সাথে পরিচিত একটি সূত্র জানায়, কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে রাশিয়ার তৈরি অ্যামোনিয়া রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর অন্তর্ভুক্ত ছিল না।

বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এক টুইট বার্তায় বলেছেন যে কালো সাগরের শস্য রপ্তানি চুক্তিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং উন্নয়নশীল দেশগুলির জন্য একটি ভাল লক্ষণ।

এটাকে আশার আলো হিসেবেও বর্ণনা করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সার সংকট নিরসনে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর