ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার বিচ্ছেদের ঘোষণা নুসরাত ফারিয়ার

২০২৩ মার্চ ০২ ১৫:১০:১৫
এবার বিচ্ছেদের ঘোষণা নুসরাত ফারিয়ার

তবে বুধবার জানা গেল, ঘটনা তা নয়; বাগদত্তা রনির সঙ্গে আর সম্পর্ক টিকছে না ফারিয়ার। আনুষ্ঠানিকভাবে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এবার সেই কথাই জানালেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।’

নুসরাত ফারিয়ার এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। তবে উত্তরে কিছুই বলেননি এই নায়িকা।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’, ‘ধ্যাততেরিকি’, ‘শাহেনশাহ’সহ বেশ কিছু হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর