ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সতীর্থদের স্বর্ণের আইফোন দিলেন মেসি

২০২৩ মার্চ ০২ ১৫:০৮:৩৬
সতীর্থদের স্বর্ণের আইফোন দিলেন মেসি

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন ১৪ উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। স্কোয়াডে থাকা ফুটবলারসহ এই তালিকা থেকে বাদ পড়েনি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফও। সব মিলিয়ে ৩৫টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি।

সোনার প্রলেপ দেওয়ার ছাড়াও বিশেষভাবে বানানো এই মুঠোফোনের পেছনে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন তারকা যুক্ত লোগো, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা রয়েছে। আরও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’।

ব্রিটিশ গণমাধ্য সান জানায় নতুন এই ৩৫টি আইফোনের পেছনে মেসি খরচ করছেন ২ লাখ ১০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ কোটি। এদিকে মেসিকে এই মুঠোফোনগুলো সরবরাহ করা প্রতিষ্ঠান আইডিজাইন গোল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।’

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর