ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিদেশি বিনিয়োগ বেড়েছে তিনটিতে, কমেছে ৬টিতে

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ২০:৫৪:৪৬
বিদেশি বিনিয়োগ বেড়েছে তিনটিতে, কমেছে ৬টিতে

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলারের চড়া দামের কারণে বিদেশিরা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। তবে ডলারের দাম স্থিতিশীল হলে তাঁদের বিনিয়োগ হঠাৎ করে বেড়ে যেতে পারে।

এদিকে, দেশে ডলারের দাম স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। জানুয়ারি মাসে ডলারের রিজার্ভ অনেক বেড়েছে। রেমিট্যান্স ও রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং তুলনামূলকভাবে আমদানি কমে যাওয়ায় ডলার পরিস্থিতি বড়গ রিজার্ভের দিকে এগোচ্ছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, শিগগির দেশে ডলার পরিস্থিতি স্থিতিশীল হবে।

শেয়ারবাজারের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে তালিকাভুক্ত তিন কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ বেড়েছে। তবে কমেছে ৬ কোম্পানিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

বিনিয়োগ বৃদ্ধি পাওয়া ৩ কোম্পানি হলো-অ্যাসোসিয়েটেড অক্সিজেন, মুন্নু সিরামিক ও অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ।

অন্যদিকে, বিনিয়োগ কমে যাওয়া ৬ কোম্পানি হলো-ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও স্কয়ার ফার্মা।

বিনিয়োগ বৃদ্ধি পাওয়া তিন কোম্পানির মধ্যে দীর্ঘদিন যাবত অ্যাসোসিয়েটেড অক্সিজেন ফ্লোর প্রাইসে আটকে থাকলেও মুন্নু সিরামিক ও অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের শেয়ার ফ্লোর প্রাইসের অনেক ওপরে লেনদেন হচ্ছে।

অপরদিকে, বিনিয়োগ কমে যাওয়া ৬ কোম্পানির মধ্যে ইস্টার্ন হাউজিং ও ইসলামী ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হলেও ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ার দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইসে বন্দী রয়েছে। তবে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইসের ১০ পয়সা ওপরে লেনদেন হচ্ছে।

বিনিয়োগ বৃদ্ধি পাওয়া তিন কোম্পানি:

অ্যাসোসিয়েটেড অক্সিজেন: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ০.২৫ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে এসে দাঁড়িয়েছে ০.৪৩ শতাংশে। জানুয়ারী মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.১৮ শতাংশ।

মুন্নু সিরামিক: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ০.১৪ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে এসে দাঁড়িয়েছে ০.২৫ শতাংশে। জানুয়ারিতে বিদেশিদের বিনিয়োগ বেড়েছে ০.১১ শতাংশ। স্বল্প মূলধনী কোম্পানিটিতে এক সময়ে বিদেশি বিনিয়োগ শুন্য ছিল। কোম্পানিটিতে সাম্প্রতিক বিদেশি বিনিয়োগ দেখা যাচ্ছে।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ২০.৯৭ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে এসে দাঁড়িয়েছে ২১.১১ শতাংশে। জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.৮৬ শতাংশ। কোম্পানিটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম বৃহত্তম কোম্পানি।

বিনিয়োগ কমে যাওয়া ৬ কোম্পানি:

ব্র্যাক ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ৩৩.৬৪ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ৩৩.৫১ শতাংশে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১৩ শতাংশ।

ইস্টার্ন ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ০.৫৪ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ০.১৯ শতাংশে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৩৫ শতাংশ।

ইস্টার্ন হাউজিং: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ০.৩০ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ০.০১ শতাংশে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.২৯ শতাংশ।

ইসলামী ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ২০.৫৯ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ২০.২৪ শতাংশে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৩৫ শতাংশ।

প্রিমিয়ার ব্যাংক: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ১.০৩ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ০.৯৩ শতাংশে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১০ শতাংশ।

স্কয়ার ফার্মা: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ১৩.৬২ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে কমে দাঁড়িয়েছে ১৩.৪২ শতাংশে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.২০ শতাংশ।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর