ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

স্বাস্থ্য ভালোই হলে ফ্লোর প্রাইস প্রত্যাহার: বিএসইসি

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১১:০৪:২৬
স্বাস্থ্য ভালোই হলে ফ্লোর প্রাইস প্রত্যাহার: বিএসইসি

কবে এই ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে—এ প্রশ্নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের জানিয়েছেন, শেয়ারবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে।

সোমবার কমিশনের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) দুদিনব্যাপী সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শেয়ারবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। ফ্লোর প্রাইসের কারণে বর্তমানে লেনদেন কম হচ্ছে। তবে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার কারণে ফ্লোর প্রাইসের ভালো কোম্পানির শেয়ারের দাম কমেনি, বরং ভালো অবস্থানে রয়েছে।

এর আগে বাজার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা ১৬৯ কোম্পানির ফ্লোর তুলে দিয়েছিল। সেই তালিকায় থাকা কোম্পানির শেয়ারে আগ থেকে বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় সেটি বাজারে প্রভাব ফেলতে পারেনি। এখন যেসব কোম্পানি ফ্লোরে আটকে আছে, সেখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের বেশিরভাগ পুঁজি আটকে আছে। যে জন্য বিনিয়োগকারীরা শেয়ার বিক্রিও করতে পারছেন না, আবার পুঁজি না থাকায় অন্য শেয়ার কিনতে পারছেন না। যে জন্য বাজারে লেনদেনের পরিমাণ দিনকে দিন কমছে। আর একটি শেয়ারের দাম বাড়লে ৫ থেকে ৭টি কোম্পানি দর হারাচ্ছে। এদিকে, লেনদেন কমে যাওয়ায় ব্রোকার হাউজের কর্মকর্তাদের মধ্যেও চিন্তার ভাজ পড়ছে। নিয়মিত বেতন-ভাতা পরিশোধে চলছে টানাটানি। ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলছেন, লেনদেনে উন্নতি না হলে অনেক ব্রোকার হাউজ বন্ধ করার উপক্রম হবে।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর