ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১০:৪৫:১৩
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় শহিদ মিনারের চত্বরের সড়ক রাঙিয়ে তোলা হয় সুবিশাল আলপনায়। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ২১শে ফেব্রুয়ারির ঘটনাসমূহ।

র‍্যাব মহাপরিচালক জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে টহল টিম, হেলিকপ্টার টহল, ডগ স্কোয়াড ও সুইপিংসহ কন্ট্রোল রুম।

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এখনও পর্যন্ত কোনো জঙ্গী হামলা বা হুমকির আশংকা আছে বলে আমরা মনে করি না। আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের সামনের সড়কে রাষ্ট্রভাষার দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন তরুণরা। পাকিস্তান সরকার এ দাবি মেনে নিতে রাজি হয়নি, ফলে বিক্ষোভ মিছিলে পুলিশকে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়। এতে মৃত্যুবরণ করেন সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ কয়েকজন।

মাসুম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর