ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রিজার্ভ ভেঙ্গে ডিভিডেন্ড দিচ্ছে রবি

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১৫:০৬:২৩
রিজার্ভ ভেঙ্গে ডিভিডেন্ড দিচ্ছে রবি

জানা যায়, ওই সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। সেই হিসেবে, মুনাফার পুরোটা দিলেও শেয়ার প্রতি ৩৫ পয়সা ঘোষনা আসার কথা ছিল। কিন্তু রবি দেবার ঘোষনা দিয়েছে শেয়ার প্রতি দশমিক ৭০ পয়সা। সেই হিসেবে, বাকী ৩৫ পয়সা দিবে কোম্পানির রিজার্ভ থেকে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদ আলম বলেন, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই সমাপ্ত বছরে যে পরিমান মুনাফা হয়েছে, তার চেয়েও বেশি দিবে রবি আজিয়াটা। বিনিয়োকারীদের কথা চিন্তা করেই কোম্পানিটির রিজার্ভ থেকে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য রবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৫ এপ্রিল। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ। বিদায়ী বছরের কোম্পানিটির ইপিএস হয়েছে দশমিক ৩৫ টাকা। এসময় শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১২ দশমিক ৮২ টাকা।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর