ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এসএমই মার্কেটের শেয়ারের ব্যাপক উত্থান

২০২২ নভেম্বর ১৭ ১৬:৩২:২১
এসএমই মার্কেটের শেয়ারের ব্যাপক উত্থান

আজ (১৭ নভেম্বর) ডিএসইর এসএমই মার্কেটে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার দামই বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ থেকে সর্বনিম্ন ৪.৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

আজ এসএমই সূচক ১ হাজার ৩৫৯.৫৬ পয়েন্ট থেকে ৯.১৮ শতাংশ বা ১২৪.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৪.৩৭ পয়েন্টে উঠেছে।

আজ এসএমই মার্কেটে মোট ১ হাজার ৩৯২ বারে ১২ কোটি ১৬ লাখ টাকার ৪৮ লাখ ১৩ হাজার ৮৪৩টি শেয়ারের লেনদেন হয়েছে।

আজ এসএমই মার্কেটের মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শেয়ার দাম ২১ টাকা থেকে ১০ শতাংশ বা ২ টাকা ১ পয়সা বেড়ে ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আছিয়া সি ফুডের শেয়ার দাম ২৫ টাকা থেকে ১০ শতাংশ বা ২ টাকা ৫ পয়সা বেড়ে ২৭ টাকা ৫ পয়সায় লেনদেন হয়েছে।

কৃষিবিদ ফিডের শেয়ার দাম বেড়েছে ১০ শতাংশ বা ২ টাকা ৭ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ২৭ টাকায় এবং শেষ হয়েছে ২৯ টাকা ৭০ পয়সায়।

কৃষিবিদ সিডের শেয়ার দাম বেড়েছে ৯.৮৯ শতাংশ বা ২ টাকা ৬ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয়েছিল ২৬ টাকা ৩০ পয়সায় এবং শেষ হয়েছে ২৮ টাকা ৯০ পয়সায়।

বেঙ্গল বিস্কুটের শেয়ার দাম বেড়েছে ৯.৯৮ শতাংশ বা ৯ টাকা। এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয় ৯০ টাকা ২০ পয়সায় এবং লেনদেন শেষ হয় ৯৯ টাকা ২০ পয়সায়।

মাস্টার ফিড এগ্রোর শেয়ারের দাম বেড়েছে ৯.৯৩ শতাংশ বা ১ টাকা ৪ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয় ১৪ টাকা ১০ পয়সায় এবং শেষ হয়েছে ১৫ টাকা ৫০ পয়সায়।

মোস্তফা মেটালের শেয়ারের দাম ১৬ টাকা ২ পয়সা থেকে ৯.৮৮ শতাংশ বা ১ টাকা ৬ পয়সা বেড়ে ১৭ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়।

নিয়ালকোর শেয়ারের দাম ৫১ টাকা ৭০ পয়সা থেকে ৯.৮৬ শতাংশ বা ৫ টাকা ১ পয়সা বেড়ে ৫৬ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।

বিডি পেইন্টসের শেয়ারের দাম বেড়েছে ৯.৮১ শতাংশ বা ৩ টাকা ৭ পয়সা। এদিন শেয়ারটির লেনদেন শুরু হয়েছিল ৩৭ টাকা ৭০ পয়সা দরে এবং লেনদেন শেষ হয়েছে ৪১ টাকা ৪০ পয়সায়।

ওরিজা এগ্রোর শেয়ারের দাম বেড়েছে ৯.৭৪ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা। এদিন শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা ৪০ পয়সায় এবং শেষ হয় ১৬ টাকা ৯০ পয়সা দরে।

.ওয়ান্ডার টয়েজের শেয়ার দাম ৩১ টাকা ৯০ পয়সা থেকে ৯.৭২ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা বেড়ে ৩৫ টাকায় লেনদেন শেষ হয়।

এপেক্স ওয়েভিংয়ের শেয়ারের দাম ২৪ টাকা ৮০ পয়সা থেকে ৯.৬৮ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়ে ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন শেষ হয়।

ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারের দাম বেড়েছে ৭.৫০ শতাংশ বা ৪৪ টাকা ৬০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছিল ৫৯৪ টাকা ৪০ পয়সা দরে এবং শেষ হয়েছে ৬৩৯ টাকা দরে।

সবশেষ স্টার অ্যাডহেসিভের শেয়ারের দাম বেড়েছে ৪.৪৩ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয়েছিল ৬৮ টাকা ৫০ পয়সায় এবং শেষ হয়েছে ৭১ টাকা ৬০ পয়সা দরে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর